দ্য আজাদ স্টাফ
রাতের ভোটের রাজনীতিক হিসেবে মাশরাফি মানুষকে কষ্ট দিয়েছেন: ড. আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সমালোচনা করেছেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সিলেটে জিম্বাবুয়ের সাথে এক ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে অধিনায়কত্বের ইতি টানেন মাশরাফি। এরআগে ক্রিকেট অঙ্গনের ভেতরে-বাহিরে তাকে নিয়ে বেশ সমালোচনা চলছিল। যদিও তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একজন সফল অধিনায়ক। আর তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি অধিনায়ক থাকা অবস্থায়ই সংসদ সদস্য হয়ে রাজনীতির প্রাঙ্গণে প্রবেশ করেছেন।
আজ (শনিবার) মাশরাফিকে নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘জীবনে একটা দুটো ভুল সব অর্জনকে ম্লান করতে পারে না। রাতের ভোটের রাজনীতিক হিসেবে মাশরাফি মানুষকে যতটা কষ্ট দিয়েছেন, ক্রিকেটার হিসেবে আনন্দ দিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি। দেশকে করেছেন গৌরবান্বিত অজস্র বার।’
আসিফ নজরুল আরও বলেন, ‘কেমন করে ভুলি তার সে গর্জন ‘ধরায় দেবানি’! ওয়েষ্ট ইন্ডিজে অধিনায়কত্ব বদলির সময় সাকিবের প্রতি মহত্ব। অজস্র বিজয়ে জীবনপন যুদ্ধ। আর অনেক বছরের সুনিপুন অধিনায়কত্ব। বিদায়কালে অধিনায়ক মাশরাফির জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হোন মাশরাফি। তবে তার জয় নিয়ে প্রশ্ন তুলেছিল বিএনপি, জাতীয় পার্টিসহ বিরোধীদলগুলো। তার আসনের একটি কেন্দ্রে তিনি একাই সব ভোট পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল।