দ্য আজাদ স্টাফ
ষড়যন্ত্রমূলক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা খালেদা জিয়ার জামিন শুনানি ফেব্রুয়ারি ২৩
অন্যায় কারাবন্দি, নিরাপরাধ, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।
আবেদন শুনানির জন্য আগামী রোববার, ফেব্রুয়ারি ২৩, ২০২০ দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২০ বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে আবেদন করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী জয়নুল আবেদীন। এর আগে মঙ্গলবার সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন আইনজীবীরা।
জয়নুল আবেদীন বলেন, আমরা আদালতে জামিন আবেদন জমা দিয়েছি। আশা করছি আদালত সাবেক প্রধানমন্ত্রীকে জামিন দেবেন।