দ্য আজাদ স্টাফ
সন্ত্রাসীদের হাত থেকে মুসল্লীকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন মসজিদের ইমাম
দ্য আজাদ ডেস্ক
বাগেরহাটে সন্ত্রাসীদের হাত থেকে মুসল্লীকে রক্ষা করতে গিয়ে মুসল্লীর সঙ্গে আহত হয়েছেন মসজিদের ইমাম।
আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত সোহেল মল্লিকের বাবা জোহর মল্লিক শনিবার বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
গতকাল শূক্রবার (১৩ ডিসেম্বর) বাগেরহাট সদর উপজেলার চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চাপাতলা গ্রামের স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো. বেল্লাল হোসেন (৪২) ও সোহেল মল্লিক (২৩)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হলে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা সোহেল মল্লিককে বেধড়ক পেটাতে থাকে। এ সময় ওই মসজিদের ইমাম হাফেজ মো. বেল্লাল হোসেন তাকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস ইনসাফ