দ্য আজাদ স্টাফ
সরকার জাতির সব অর্জন ধ্বংস করেছে:মির্জা আলমগীর
দ্য আজাদ রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ এবং জাতির সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে বিজয়ের ঠিক পূর্বমূহুর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিলো। দেশের যারা শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী, যারা দেশ গঠন করবেন তাদেরকে নির্মূল করে দিতে চেয়েছিলো পাক হানাদার বাহিনী। কিন্তু তাদের প্রচেষ্টার পরও ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিলো। স্বাধীনতার ৪৯ বছর পরও বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকে আছে। কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তার সহধর্মিনী, যিনি স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন তাকে আজ কারাগারে থাকতে হচ্ছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র রক্ষার জন্য যে দেশ স্বাধীন হয়েছিলো সেই দেশকে এই অগণতান্ত্রিক সরকার খান খান করে দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের এবং জাতির সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে এই সরকার। আমরা আজকে গণতন্ত্রবিহীন জনগণের অধিকারবিহীন একটা অবস্থায় বসবাস করছি।
#MartyredIntellectualsDay #শহীদবুদ্ধিজীবীদিবস