দ্য আজাদ স্টাফ
নিকুঞ্জ ২ এলাকায় জানে আলম উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় বাতা সংস্থা পিবিএ’র বিশেষ প্রতিনিধি জিসাদ ইকবাল কে আ:লীগের কর্মীরা গুরুতর আহত করে। বর্তমানে এপোলো হাসপাতালে ভর্তি আছেন জিসাদ।
তিনি বলেন আ:লীগ শিশু দিয়ে ভোট দেয়াচ্ছে এবং ভোটাররা ফিঙ্গার দেয়ার পর তাদের কর্মীরা তাদের মার্কায় ভোট দিচ্ছেন। ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।