দ্য আজাদ স্টাফ
সাদেক হোসেন খোকা আর নেই
ডেস্ক রিপোর্ট: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাদেক হোসেন খোকা আগে থেকেই কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি বাবার পাশে থাকতে নিউইয়র্কে যান ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন ও পরিবারের সদস্যরা। ইশরাক হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার বাবার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে, সুস্থতার জন্য দেশবাসীর দোয়াও কামনা করেছিলেন তিনি।
গত ২৭শে অক্টোবর তার শ্বাসনালীতে টিউমার অপারেশন করা হয়েছিলো।
সূত্র DBC News