দ্য আজাদ স্টাফ
প্রেস বিজ্ঞপ্তি
হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিকে গ্রেফতারে ছাত্রদলের নিন্দা
দি আজাদ ডেস্ক
হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরানকে গত রাত ৩টার সময় হবিগঞ্জ সদর থানার গোপায়া গ্রামের নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ছাত্রদল নেতা-কর্মীদের চলাফেরার কোন স্বাধীনতা নেই। তাদের জীবনের কোন নিরাপত্তা নেই। গণতান্ত্রিক সকল অধিকার হরণ করে তাদের স্থায়ী ঠিকানা করা হয়েছে কারাগারগুলোতে। দেশ এখন ভয়াল দুঃসময় অতিক্রম করছে। আতঙ্ক ও জীবনহানীর শঙ্কা মানুষের নৃত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সরকার দেশের বিরোধী ছাত্র সমাজকেই শত্রু মনে করেন। সরকারের নির্দেশে আইন প্রয়োগকারী সংস্থা গুলো ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতারে প্রতিযোগিতায় নেমেছে। মিথ্যা মামলা দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার এখন সরকারের একমাত্র কর্মসুচি। ছাত্রদল নেতা ইমরানের এই গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
নেতৃদ্বয় আরো বলেন, এমদাদুল হক ইমরান ছাত্রদলের একজন পরীক্ষিত নেতা। তাকে এভাবে গ্রেফতার করে রাজপথ থেকে দুরে রাখা যাবেনা। তিনি আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে দেশনেত্রী বেগম খালদো জিয়ার মুক্তি ও গনতন্ত্র পুরুদ্ধার আন্দোলনে আবারো সক্রিয় হবেন।
নেতৃদ্বয় অবিলম্ভে এমদাদুল হক ইমরান এর নিঃশর্ত মুক্তি দাবী করেন
মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ