দ্য আজাদ স্টাফ
হোক মৃত্যু খালেদা জিয়ার,তবু প্যারোল নয়,বেগম খালেদা জিয়া স্বৈরশাসকদের ত্রাস:মেজর আখতার
বেগম খালেদা জিয়া হাসিনার কারাগারে আটক আছেন, বন্দি নয়। খালেদা জিয়ার মৃত্যু আছে, ধ্বংস নেই। তিনি অবিনশ্বর, অমর।’
মেজর আখতার আরও বলেন, খালেদা জিয়ার অপর নাম মাথা তুলে বাঁচা। খালেদা জিয়ার নাম আপসহীন, অন্যায়ের প্রতিবাদ।
‘মৃত্যু হবে জালিমের কারাগারে তবু মাথা নোয়াবে না কোনো স্বৈরাচারী একনায়কের কাছে। প্যারোলে মুক্তির চেয়ে জালিমের কারাগারে মৃত্যু অনেক বেশি মহৎ ও গর্বের এবং সেই মৃত্যুকে তিনি হাসিমুখে বরণ করে নেবেন।
বিএনপির এ নেতা বলেন, আমাদের দুর্বল চিত্তের আপনজন হলে হবে না। আমাদের কঠিন ইস্পাত শপথ নিয়ে মাথা তুলে দাঁড়াতে হবে দেশমাতার মুক্তি সংগ্রামে। তা হলে ইতিহাসে প্রমাণিত হবে দেশমাতার আপন ছিলাম আমরা।