দ্য আজাদ স্টাফ
সিটি কলেজের ২৭০ কেন্দ্রে ৪ নং মহিলা বুথে দুই ঘণ্টায় মাত্র ১টি ভোট পড়েছে। এ বুথে মোট ভোটার সংখ্যা ৩৪৬। সরজমিনে দেখা গেছে, ওই সময়ের মধ্যে এ কেন্দ্রের কোন বুথেই তিনটার বেশি ভোট পড়েনি।
ঢাকা দক্ষিণের আওতাধীন সিটি কলেজে মোট তিনটি কেন্দ্র। এরই একটি ২৭০ নং কেন্দ্র। কেন্দ্রটিতে নৌকার এজেন্ট থাকলেও বিএনপির কোন এজেন্ট নেই।