দ্য আজাদ স্টাফ
দ্য আজাদ ডেস্ক
আসছে ৩০শে ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চায় বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছে দলটি। ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে এ দিন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ওই দিনের কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতা কর্মীরা কালো ব্যাজ ধারন করবেন। গতকাল নয়া পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গোটা জাতির প্রত্যাশা ছিল যে, ২০১৪ সালের বিনাভোটে সরকার গঠন ও ২০১৮ সালের ৩০শে ডিসম্বরের আগের রাতে ভোট ডাকাতির জন্য হয়তোবা তাদের অনুশোচনা হবে। গণতন্ত্রে উত্তরণের একটা পথ দেখানো হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাজনৈতিক সংকট উত্তরণের জন্য কোনো দিক নির্দেশনা থাকবে। কিন্তু জাতি চরমভাবে হতাশ হয়েছে।
কোন পথ কিংবা আশার আলো দেখাতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের কাউন্সিল। জাতিকে এই মিডনাইট সরকার যে গভীর সংকটে পতিত করেছে সেই সংকট উত্তরণের ইতিবাচক কিছু আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
ওদিকে ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের বার্ষিকীর দিনে বিএনপির অনুরূপ কর্মসূচি পালন করতে চায় ঐক্যফ্রন্ট। নেতারা আগেই এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। কর্মসূচির বিষয়ে আলোচনাও হয়েছে। তবে বিএনপির কর্মসূচিতে তারা অংশ নেবে নাকি নতুন কোন কর্মসূচি দেয়া হবে এ নিয়ে আলোচনা চলছে। গতকাল ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির বৈঠকেও কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। সার্বিক বিষয়ে সামনে আবার নেতারা বৈঠক করবেন। ওই বৈঠকেই চূড়ান্ত হবে কর্মসূচি। ২৮শে ডিসেম্বর ফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্দ্রিক দলের (জেএসডি) ত্রিবার্ষিক কাউন্সিল। ওই অনুষ্ঠানে জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।